আদালত | তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 529 বার

টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার শিকার তরুণী রূপা খাতুনের লাশ কবর থেকে উত্তোলন করে তার পরিবারের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া এ আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার রূপার লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য ব্যবস্থা নিতে নিহত তরুণীর বড় ভাই হাফিজুল ইসলাম প্রামাণিক থানায় আবেদন করেন। পরে তার আবেদনটি আজ আদালতে উপস্থাপন করে পুলিশ। ওই আবেদনের ভিত্তিতে আদালত এ আদেশ দেয়।
শুক্রবার রাতে ময়মনসিংহ যাওয়ার পথে চলন্ত বাসে রূপাকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ ওঠে পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে। রাত ১১টার দিকে মধুপুর থানার পুলিশ রূপার লাশ উদ্ধার করে। শনিবার ময়নাতদন্ত সম্পন্ন করে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে তাঁকে দাফন করা হয়।
Leave a Reply