আদালত | তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 537 বার

বগুড়ায় কলেজ ছাত্রী ও তার মাকে মাথা ন্যাড়া করে নির্যাতনের মামলায় আদালত জামিন মঞ্জুর না করে নারী কাউন্সিলর মারজিয়া হাসান রুমকিসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বগুড়া নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাড. আমান উল্লাহ জানান, বুধবার আলোচিত এই মামলার ধার্য তারিখ ছিলো। দুপুরে কারাগার থেকে কাউন্সিলর রুমকি, তার মা রুমি বেগম, বোন আশা এবং মামলার প্রধান আসামি তুফান সরকারের দুই সহযোগী আতিক ও মুন্নাকে আদালতে হাজির করা হয়। আসামীপক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় তা নাকচ করে আগামী ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
এদিকে, নির্যাতিত কলেজ ছাত্রী ও তার মা আদালতের নির্দেশে ৮ আগস্ট থেকে রয়েছেন রাজশাহীর সেইফ হোমে। বুধবার সকালে তারা বগুড়ার শিশু আদালতে হাজির হয়ে সেইফ হোম থেকে নিজেদের বাড়িতে ফেরার আবেদন জানান। কিন্তু মামলার তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজশাহীর সেইফ হোমে রাখার পুরনো আদেশই বহাল রাখেন বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও শিশু আদালতের বিচারক মোহা. ইমদাদুল হক।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই ধর্ষণের বিচার চাইতে গেলে প্রধান অভিযুক্ত বহিষ্কৃত শ্রমিকলীগ নেতা তুফান সরকারের স্ত্রী আশা ও তার বোন নারী কাউন্সিলর রুমকি, মা রুমি বেগমসহ বেশ কজন মারপিট করে মাথার চুল ন্যাড়া করে দেয় কলেজ ছাত্রী ও তার মায়ের। এঘটনায় বগুড়া সদর থানায় দুটি মামলা দায়ের করেন নির্যাতিতার মা।
Leave a Reply