চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার নেজামপুর রেলস্টেশনের উত্তর পাশে একজন মহিলা রেলের ওপর থেকে ছাগল সরাতে গেলে বিপরিত দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় ওই মহিলা নাচোল উপজেলার নেজামপুর ষ্টেশন পাড়ার সোহেল রানার স্ত্রী ববিতা বেগম (২২)। এ ঘটনায় রাজশাহী জিআরপি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Share Button