শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রশ্ন তুলে বলেছেন, ‘ মিয়ানমারে যা হচ্ছে এসব কি শান্তির নমুনা?’
সচিবালয়ে বুধবার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের পক্ষে এত রোহিঙ্গার বাসস্থানের ব্যবস্থা করা দুরূহ। মিয়ানমার অমানবিক কাজ করে চলেছে। আমাদেরও তো সক্ষমতা থাকতে হবে। মঙ্গলবারও ৩৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্য দেশগুলোরও উচিত এই দুর্যোগকে ভাগাভাগি করা। বিশ্বের অন্য দেশগুলো রোহিঙ্গাদের আশ্রয় দিলে বাংলাদেশের ভার কিছুটা কমত।
অং সান সু চির প্রতি প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘এসব কি শান্তির নমুনা? সুচির মধ্যে কি কোনো মানবিকতা নেই?’
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের চলমান সহিংসতা বন্ধে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।