• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

বিদেশ সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি দায়িত্বে থাকছেন বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ১০ সেপ্টেম্বর বিদেশ সফরে যাচ্ছেন। তিনি প্রথমে কানাডা এবং সেখান থেকে জাপানে যাবেন। ২২ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। তার অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে এ দায়িত্ব দিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্ব পালন করবেন। এদিকে সুপ্রিমকোর্ট সূত্র জানায়, প্রধান বিচারপতি এস কে সিনহা তার অসুস্থ মেয়েকে দেখতে কানাডা যাচ্ছেন। সেখানে তিনি এক সপ্তাহ অবস্থান করবেন। এরপর জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে কানাডা থেকে ১৮ সেপ্টেম্বর জাপানে যাবেন। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেবেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এ সম্মেলন শেষে তিনি ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন। জাপানে প্রধান বিচারপতির সফরসঙ্গী হবেন তার সহধর্মিণী সুষমা সিনহা ও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন।

উল্লেখ্য, ২৭ আগস্ট থেকে সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটি শুরু হয়েছে। আগামী ২ অক্টোবর পর্যন্ত এ ছুটি চলবে। পবিত্র ঈদুল আজহা ও সুপ্রিমকোর্টের অবকাশ মিলে এ ছুটি। ছুটি শেষে ৩ অক্টোবর নিয়মিত আদালত খুলবে। তবে অবকাশকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত বসবে। এ ছাড়া হাইকোর্টের বেশ কয়েকটি বেঞ্চে জরুরি মামলার বিচার নিষ্পত্তি হবে। এরই মধ্যে এ অবকাশকালের জন্য হাইকোর্টের ২২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page