রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত বর্ধমানবাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জঙ্গি আস্তানার বাড়িওয়ালা হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশপ্রহরী সিরাজুল ইসলাম।

মিরপুরের দারুস সালামে বৃহস্পতিবার দুপুরে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, তৃতীয় দিনের মত অভিযান অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় স্থগিত অভিযান বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে।দুজনকে র‌্যাবের হেফাজতে নেয়া হয়েছে।

মুফতি মাহমুদ খান বলেন, ভেতরে কাজ চলছে। ইতোমধ্যে ছয় তলার ওই ভবন থেকে শক্তিশালী ১০টি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ওই ভবনটি ঝুঁকিমুক্ত করার চেষ্টা চলছে। অভিযান অব্যাহত রয়েছে।এই অভিযান আগামীকাল পর্যন্তও চলতে পারে বলে জানিয়েছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

প্রসঙ্গত, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় দুই জঙ্গিকে আটক করে র‌্যাব। আটককৃত দুই সহোদর হল মাসুদ ও খোকন। তবে ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে মিরপুরের দারুস সালামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

Share Button