• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন

অসহায় রোহিঙ্গাদের পাশে থাকবে তুরস্ক: এমিনে এরদোগান

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত  কেভুসেগলু।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। নিবন্ধিত ক্যাম্প ছাড়াও তারা পাশের একটি অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে আহত ১২ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন ফার্স্টলেডি এমিনে এরদোগান। এ সময় তাদের মুখে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাদের বর্বরতা ও নৃশংসতার কথা শুনে তিনি আঁতকে ওঠেন।

তিনি বলেন, নিরপরাধ মুসলিম জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর এ নিধনযজ্ঞ খুবই অমানবিক ও হৃদয়বিদারক। তুরস্ক অসহায় এসব রোহিঙ্গার পাশে থাকবে।

এর আগে তুর্কি ফার্স্টলেডি এমিনে এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসেগলু দুপুর ১২টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

সেখানে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে তারা টেকনাফের কুতুপালংয়ের উদ্দেশে রওনা হন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। রাত ৩টার দিকে আসেন তুর্কি ফার্স্টলেডি।

রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন শেষে আজই তুর্কি ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন।ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা রয়েছে মেভলুত  কেভুসেগলুর।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ