ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বহুল আলোচিত সিরিজ বোমা হামলা মামলায় দণ্ডিত পাঁচ আসামির সাজা ঘোষণা করেছেন আদালত।

রায়ে ফিরোজ খান ও তাহের মার্চেন্টকে মৃত্যুদণ্ড,  আবু সালেম ও করিমুল্লা খানকে যাবজ্জীবন এবং রিয়াজ সিদ্দিকীকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় বিশেষ টাডা আদালত এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ১৬ জুন বিশেষ টাডা আদালত ছয় আসামিকে দোষী সাব্যস্ত বলে ঘোষণা করেছিলেন। এর দুই সপ্তাহ পর আসামি মোস্তফা দোসা মারা যান।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ  দুপুর ৩টা ৪০ মিনিটে পরপর ১৩টি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ২৫৭ জন নিহত ও ৭১৩ জন আহত হন।

Share Button