রোহিঙ্গাদের ভার বহনের অর্থনৈতিক ক্ষমতা বাংলাদেশের নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবয়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়া হচ্ছে। এই বোঝা বয়ে বেড়ানোর অর্থনৈতিক ক্ষমতা বাংলাদেশের নেই।

এ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপেরও আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের স্রোতে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র ঢুকে পড়ার ব্যাপারেও শঙ্কা প্রকাশ করেছেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার অমানবিক নির্যাতন চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করবেন কিনা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকালীন সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই। সংবিধানেই সমাধান দেয়া আছে।

রাস্তায় চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রম করা গেছে। মানুষ এবার স্বস্তিতে ঈদ করতে পেরেছে বলেও দাবি করেন সড়ক পরিবহনমন্ত্রী।

Share Button