খেলাধুলা | তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 252 বার

ন্যাথান লায়নের ঘূর্ণি জাদুতে টাইগারদের দ্বিতীয় ইনিংস থামে ১৫৭-তে। অস্ট্রেলিয়ার সামনে সহজ টার্গেট আসে ৮৬ রানের।
তবে ঢাকা টেস্টে অনেকটা নিষ্প্রভ মোস্তাফিজুর রহমান যে চট্টগ্রাম টেস্টে অনেক বেশি উজ্জ্বল।
সেটাই আবার প্রমাণ করলেন আইপিএল সতীর্থ ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে।
২০ বলে মাত্র ৮ রান করে ফিরে যান ওয়ার্নার। মোস্তাফিজের বল উঠিয়ে মারতে গিয়ে সৌম্য সরকারের সহজ ক্যাচে পরিণত হন তিনি।
এর আগে প্রথম ইনিংসেও সতীর্থ মোস্তাফিজের শিকার হয়েছিলেন অজিদের ব্যাটিং স্তম্ভ ওয়ার্নার। দুই ইনিংস মিলে মোস্তাফিজের উইকেট ৫।
তবে সহজ টার্গেটকে সহজে খেলে চতুর্থদিনেই যে জয় তুলে নিতে চাইছেন ম্যাট রেনশ এবং অধিনায়ক স্টিফেন স্মিথের শরীরি ভাষা তাই বোঝাচ্ছে।
৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৯ রান। রেনশ ১৭ এবং স্মিথ ১৪ রানে ক্রিজে রয়েছেন। জয়ের জন্য প্রয়োজন ৪৭ রান।
এর আগে, প্রথম ইনিংসে ৩০৫ রান করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া ৩৭৭ রান করে ৭২ রানের লিড নেয়।
Leave a Reply