চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ভোলাহাটে উপজেলা প্রশাসন আয়োজিত আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শুক্রবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা মাধ্যমিক কর্মকতা মাহাতাব হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপজেলা প্রোগ্রাম অফিসার হুমায়ন কবির, ভোলাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম কবির, বজরাটেক মডেল স্কুলের প্রধান শিক্ষক জাহাংগীর রেজা, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার উপজেলা কো-অডিনেটোর আব্দুল হামিদ ও সাংবাদিক নুর মোহম্মদসহ অন্যরা।