চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃহস্পতিবার সকালে ভারতীয় গরু নিলামকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছে ৫ জন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উপজেলার রহনপুর শুল্ক গুদামে ভারতীয় গরু নিলামকে কেন্দ্র করে শুল্ক গুদামের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনায় আহত হয়েছে ৫ জন। আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

Share Button