চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুনহাট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাসি বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে দুই হাতের কব্জি কেটে আহত করেছে তারই দেবর। আহত হাসি বেগম হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুনহাট মন্ডলপাড়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী। গুরুতর আহত অবস্থায় হাসি বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে একজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আটক জাহাঙ্গীর আলম মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং শাহজাহান আলীর ছোট ভাই।অভিযোগে জানা গেছে, জায়গা জমি নিয়ে হাসি বেগমের স্বামী শাহজাহান আলীর সাথে পাশে বসবাস করা তারই ছোট ভাই জাহাঙ্গীর আলমের বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে পানি নিষ্কাশন নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের এক পর্যায়ে বড় ভাই শাহজাহান আলী ছোট ভাই জাহাঙ্গীর আলমকে ইট দিয়ে আঘাত করলে স্থানীয় জামায়াত নেতা তপু বিশ্বাসের নির্দেশে জাহাঙ্গীর আলম তার ছেলে ও ভাতিজাসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে শাহজাহান আলীর ওপর আক্রমণ চালায়। আক্রমনের এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শাহজাহানের স্ত্রী হাসি বেগমকে কুপিয়ে তার দুই হাতের কব্জি কেটে দেয়। পরে স্থানীয়রা হাসি বেগমকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশ ঘটনার খবর পেয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে। এই ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর এই ঘটনায আহত হাসি বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন