• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম রোহিঙ্গা ইস্যুতে দলমত নির্বিশেষে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘যে কোনো বিষয়কে ইস্যু করা উচিৎ না। এটি একটি মানবিক ইস্যু। এখানে কোনো রকম ইস্যু তৈরি না করে সমস্যা সমাধানে এগিয়ে আসুন। অন্য সময়ে যাই করে থাকুন না কেন এই ইস্যুতে সরকারকে সহায়তা করুন। সমালোচনা করার সময় এখন না, এখন সরকারকে সহায়তা করার সময়।’
শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো, রোহিঙ্গা ইস্যু একটি মানবিক বিষয়। এই মানবিক বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হন। যে কোন বিষয়কে ইস্যু বানাবেন না বিএনপির বন্ধুরা। এই সকল মানবিক বিষয় নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না।’
এর আগে বাংলাদেশের তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহা উদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ