জাতীয় সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 241 বার

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ। এর আগে গুলশান-২ নম্বর গোল চত্বরের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির নেতারা।
আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের সাতজন প্রতিনিধি বারিধারায় মিয়ানমার দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় দূতাবাসে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, প্রতিনিধিদলের নেতারা ফটকে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। তবে দূতাবাসের পক্ষ থেকে কে স্মারকলিপি গ্রহণ করেছেন, তা জানা যায়নি।
গুলশান-২ নম্বর গোল চত্বরের সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি পি আর বড়ুয়া বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন চলছে। বাংলাদেশ মুসলমানপ্রধান দেশ হয়েও সব সম্প্রদায় কত শান্তিতে বসবাস করছে; সেখানে মিয়ানমার বৌদ্ধপ্রধান দেশ হলেও যেভাবে সহিংসতার ঘটনা ঘটছে, তাতে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা মুখ দেখাতে পারছে না। তিনি বলেন, আজ মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দেওয়া হলো। এরপর জাতিসংঘের কাছে স্মারকলিপি দেওয়া হবে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের কাছেও স্মারকলিপি পৌঁছানো হবে।
বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন চলছে। এই নির্যাতন বন্ধ করতে হবে। দেশ-বিদেশের সবার উচিত বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্য করা। আর মিয়ানমার সরকারের উচিত, যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়া। এ ছাড়া মিয়ানমারের উচিত গৌতম বুদ্ধের অহিংস নীতির বাস্তবায়ন করে চলমান সংকট নিরসন করা।
বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের পক্ষে স্মারকলিপি প্রদান করেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরো, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অধ্যাপক অসীম রঞ্জন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাক্য বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুপ্ত ভূষণ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-ঢাকা অঞ্চলের ধর্মবিষয়ক সম্পাদক মিলন মুৎসুদ্দি প্রমুখ।
Leave a Reply