সারাদেশ | তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 264 বার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও কয়েকবার ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি লিটন আহম্মেদ (৪৩) আদালতে আত্মসমর্পণ করেছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে টাঙ্গাইল জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত শুক্রবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় লিটনকে আসামি করে মামলা করেন। ছাত্রীটি ১৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে স্থানীয়ভাবে করা ডাক্তারি প্রতিবেদন থেকে জানা গেছে।
এদিকে লিটনের ফাঁসির দাবিতে ওই ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আগামীকাল সোমবার মানববন্ধন করবে। ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এ খবর নিশ্চিত করেন।
Leave a Reply