সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত ক্ষমতা সংসদের হাতে দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায় নিয়ে রিভিউ করার জন্য সরকার পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল। মাহবুবে আলম বলেন, ‘সরকার থেকে আমার কাছে এখনও কোনো ইন্সট্রাকশন আসেনি।’

Share Button