ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার আশুলিয়াই আওয়ামী-ছাত্রলীগের মিছিল মিটিং যাওয়াকে কেন্দ্র করে সহপাঠিদের ধারালো অস্ত্রের আঘাতে আলামিন শেখ নামে এক স্কুল ছাত্রের মৃত্য হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। সাভার আশুলিয়া পলাশবাড়ী পশ্চিম পাড়া এলাকায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। নিহত আলামিন শেখ মানিকগজ্ঞ জেলার দৌলতপুর থানার চরকাটারিয়া গ্রামের মোঃ আইযুব আলীর ছেলে।
সে বাবা-মায়ের সাথে আশুলিয়া পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকায় মনোয়ার হোসেনের বাড়ীতে থেকে স্থানীয় মন্ডল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে বলে পুলিশ সুত্রে জানা যায়। আটককৃতরা হলো ইমরুল কায়েস (১৫), সিফাত (১৪), ও আকাশ (১৫) তারা তিনজনই স্কুল শিক্ষার্থী।
নিহতের বাবা আইযুব আলী দৈনিক সংবাদ সংযোগকে জানান সকালে আলামিন কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। এর পর সকাল ১০ টার দিকে ইমরুল নামে এক সহপাঠি জানান আলামিন গুরুত¦র আহত অবস্থায় তাকে আশুলিয়া গনস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি আলামিন মুমূর্ষ আবস্থায় হাসপাতালের জুরুরি বিভাগে চিকিৎসা দিন আবস্থায় আছে। কিছুক্ষণ পরে তার আবস্থা খারাপ হলে তাকে সাভার এনাম মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এই ব্যাপারে আব্দুল হামিদ দৈনিক সংবাদ সংযোগকে জানান আমি এই হত্যা কান্ডের সাথে জড়িত নয়। আমি ব্যবসা করি এই ব্যাপারে আমি কিছুই জানিনা।
এই ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আওয়াল আমাদেরকে জানান আওয়ামী-ছাত্রলীগের মিছিল মিটিং যাওয়ার কারনে দ্বন্দ্বের জের ধরে সহপাঠিদের ধারালো আস্ত্রের আঘাতে আলামিনের মৃত্যু হয়েছে। এই ঘটনাই তিন শিক্ষার্থীসহ ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া নিহতের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এবং বিষয়টি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।