রাজধানীতে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর।
মৌসুমী বায়ুর প্রভাবে রোববার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়।
আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তার তথ্যানুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ মিলিমিটার ও দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
আগামী ৩-৪ দিন এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। তবে টানা বৃষ্টিপাত হবে না বলে আবহাওয়াবিদদের ভাষ্য।