• সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ অপরাহ্ন

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সিপিবির বিক্ষোভ সমাবেশ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
রোহিঙ্গাদের বাঁচাও, বিশ্ব বিবেক জাগাও’ স্লোগানে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা বন্ধের প্রতিবাদে জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। রোববার বিকেল সাড়ে চারটা থেকে ঘন্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের মাধ্যমে দলটি তাদের প্রতিবাদ জ্ঞাপন করে। এই সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জে সিপিবির সভাপতি ইসরাইল সেন্টু, সাবেক সভাপতি এবিএম সাইদুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক আবু হাসিব, সদস্য ধ্রুব চন্দ্র কর্মকার প্রমূখ।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাখাইন রাজ্যে নিরস্ত্র রোহিঙ্গা নারী ও শিশুসহ সাধারণ মানুষের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে সে দেশের সেনাবাহিনী, তা বর্বরতার সীমা ছাড়িয়েছে। কিন্তু বিশ্ব সম্প্রদায় এখনও এই ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আর তাই এই গণহত্যা বন্ধে মিয়ানমারকে বাধ্য করার জন্য সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ