চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টু এর ২২তম মুত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে রোববার সকাল ৭টায় নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কোরআনখানি, সকাল ৯টায় পৌর এলাকার বটতলাহাট গোরস্থানে কবর জিয়ারত ও বিকেলে সেন্টু স্মৃতি সংসদের উদ্যোগে স্থানীয় স্বপ্নীল কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে তার জীবনের বিভিন্ন কর্মময় দিক নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আবদুল মতিন ও নিউমার্কেট মসজিদের ইমাম মাওলানা আবদুল বাসির। এই সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আবদুল মান্নান সেন্টু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনিরসহ আবদুল মান্নান সেন্টুর অগনিত ভক্ত। মাহফিল শেষে তাঁর রূহের মাগফেরাত কামনা করে  দোয়া অনুষ্ঠিত হয়।

Share Button