মিয়ানমার বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও নিরাপত্তাসহ সকল প্রকার সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে উখিয়ার কুতুপালং এ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে আসা রোহিঙ্গারা এখন অসহায়। মানবিক কারণে তাদের সহযোগিতা করবে সরকার। সরকারের ভূমিকা আন্তর্জাতিক মহলের কাছেও প্রশংসিত হয়েছে। আমরা প্রশংসার জন্য করছি না। মানবিক কারণে তাদের সহযোগিতা করছি। তারা স্থায়ীভাবে না যাওয়া পর্যন্ত তাদের সব ধরণের সহযোগিতা দেবে সরকার।

Share Button