পাকিস্তানের বন্দর শহর করাচির হক্সবে সৈকতে ডুবে দুটি পরিবারের অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। গত শনিবার সন্ধ্যায় সাগরে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে তারা ভেসে যান বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ওই পরিবারগুলো জনপ্রিয় হক্সবে সৈকতে পিকনিক করতে গিয়েছিল। বর্ষাকালে সাগর উত্তাল থাকায় সেখানে গোসল করায় নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে কর্তৃপক্ষ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সাগরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। ডন।

Share Button