ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় অব্যাহত রয়েছে শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীর। যথারীতি অষ্টম রাউন্ডেও তারা জয় তুলে নিয়েছে। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে। বিজয়ী দল ব্রাদার্সের সিও জোনাপিওর গোলে এগিয়ে গেলে চট্টগ্রামের পক্ষে অন্য গোলটি করেন সবুজ। এই জয়ে চট্টগ্রাম আবাহনী ৮ ম্যাচে সাত জয় ও এক ড্র’তে ২২ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষেই রয়েছে। সমান ম্যাচে এক জয়, দুই ড্র ও পাঁচ হারে ৫ পয়েন্ট নিয়ে তালিকার দশমস্থানে আছে ব্রাদার্স।