• সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন

রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

রাজধানীর শেওড়াপাড়ায় বাসচাপায় নিহত হয়েছেন এক স্কুলছাত্রী। তার নাম তাসনীম আলম তিষা (১৩)। সে মিরপুর আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শেওড়াপাড়া আল হেলাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এসময় আরো কয়েকটি যানবাহন ভাংচুর করে বিক্ষুব্ধরা। এছাড়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে উত্তেজিত জনতা।

এসময় সড়কের উভয় দিকে যানবাহন আটকাপড়ে যানজটের সৃষ্টি হয়।

কাফরুল থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেওড়াপাড়া আল হেলাল হাসপাতালের সামনে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ওই ছাত্রীকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন।

বাসটি উদ্ধার করে থানা নিয়ে আসা হচ্ছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ