• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন

পর্যায়ক্রমে সব পাঠ্যবই উন্নত হবে : শিক্ষামন্ত্রী

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

সুখপাঠ্য করতে পর্যায়ক্রমে সবকটি পাঠ্যবই উন্নত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ২০১৮ সালের জানুয়ারিতেই শিক্ষার্থীরা এসব পরিমার্জিত বই পাবে। পরিমার্জিত বইগুলো হল- রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, গণিত ও উচ্চতর গণিত।

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নবম-দশম শ্রেণির যে ১২টি বই পরিমার্জন করে সুখপাঠ্য করা হয়েছে, তার মধ্যে বিজ্ঞানের ছয়টি পরিমার্জিত বইয়ের অনুলিপি ও ছাপার জন্য সিডি শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেয় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক মো. কায়কোবাদের নেতৃত্বাধীন কমিটি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, একদিনে তো সব সম্ভব নয়; তাই পর্যায়ক্রমে সবকটি বই উন্নত করা হবে। শিক্ষার মান সম্পর্কে তিনি বলেন, শিক্ষার মান কমছে না, বাড়ছে। তবে যা দরকার, তা হয়তো হচ্ছে না।

অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘তারা যে বইটি করেছেন, তা নির্ভুল বই। শিক্ষার্থীরা খুব আগ্রহ নিয়ে পড়বে।’

অধ্যাপক মো. কায়কোবাদ বলেন, ‘ছাত্রছাত্রীরা এ বইগুলো এখন আনন্দ নিয়ে পড়তে পারবে।’

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ