• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণ গ্রেফতার-০৫ তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হয়েছে: বেনজীর আহমেদ হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে ইরান-ইসরাইল উত্তেজনা আপাতত শেষ! বুশরা বিবিকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ ইমরান খানের ৭ দিন ছুটি বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানে পরাজিত হয়েও ফুলের মালা নিপুণের গলায় ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা বিশ্বব্যাংকের, বাংলাদেশ পাবে কত ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নির্বিশেষে সম-অধিকার দিয়েছে সংবিধান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার শ্যালকের প্রার্থীতা প্রত্যাহারে টেলিফোন নির্দেশ নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির

ঋতুস্রাব অশুচি নয় মন্তব্য করায় হুমকি, মনোবিদের শরণাপন্ন লেখিকা

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

ঋতুস্রাবকে অশুচি নয় বলে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মনোবিদের শরণাপন্ন হতে বাধ্য হয়েছে ভারতের বিখ্যাত লেখিকা কাজল ওঝা বৈদ্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের বাসিন্দা এ লেখিকা ৫৫টির বেশি উপন্যাস, কাব্যগ্রন্থ এবং প্রবন্ধ সঙ্কলনপ্রণেতা।

বিবিসির এক অনুষ্ঠানে তিনি মেয়েদের ঋতুস্রাবের সময় বিভিন্ন উপাসনালয়ে প্রবেশে নিষেধাজ্ঞার বিরোধিতা করে কথা বলেন।

সম্প্রতি সামাজিকমাধ্যমে তার ওই বক্তব্য ছড়িয়ে পড়লে ব্যাপক ট্রলের (অনলাইনে আক্রমণ) শিকার হন। এ ছাড়া  ফোনেও হুমকি দেয়া হয় তাকে।

এ অবস্থায় লেখক কাজল পুলিশে অভিযোগ করেন। কিন্তু এখনও কেউ গ্রেফতার হয়নি এবং তাকে হুমকি দিয়ে ফোন করাও বন্ধ হয়নি।

ফলে ক্রমাগত হুমকির মুখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। মানসিক ভীতি কাটাতে তাকে এরই মধ্যে মনোরোগ চিকিৎসকদের শরণাপন্ন হতে হয়েছে।

জানা গেছে, বিবিসির ‘লেটস টক পিরিয়ড’ অনুষ্ঠানে কাজল বলেন, ঋতুস্রাবের সময় নারীদের বিভিন্ন উপাসনালয়ে যাওয়ার ওপর যে নিষেধজ্ঞা রয়েছে তা অযৌক্তিক। কারণ  শারীরবৃত্তীয় ক্রিয়ার কারণে কোনো মানুষ অশুচি হয়ে যায় না।

তিনি বলেন, ঋতুস্রাবের সময় যে যে নিষেধাজ্ঞা সাধারণভাবে একজন ভারতীয় নারীকে মেনে চলতে হয়, সেই নিষেধাজ্ঞাগুলো রদ করে দেয়া উচিত। যাতে নারীরা যে কোনো সময়েই উপাসনালয়ে যেতে পারেন।

একপর্যায়ে লেখক কাজল বলেন, ঋতুস্রাবের সময়ও তিনি মন্দিরে গিয়েছিলেন।

এরপর টুইটারে কাজলকে হিন্দুধর্মের শত্রু বলে উল্লেখ করা হয়। তার ফেসবুক পেজেও নানা বিরূপ মন্তব্য করা হয়।

এরপর কট্টরপন্থীরা কাজলকে সরাসরি ফোন করে জ্ঞানপাপী বলে আখ্যা দেয়া হয়। বলা হয়, তিনি বিবিসিতে হিন্দুধর্মকে অপমান করেছেন। এর জন্য তাকে চরম মূল্য দিতে হবে।

একপর্যায় বারবার ফোন করে কাজলকে ও তার একমাত্র ছেলে তথাগতকে প্রাণনাশেরও হুমকি দেয় হিন্দুত্ববাদীরা।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page