মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২৫ আগস্ট থেকে ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে।

মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানায়।

এতে বলা হয়, ২৫ আগস্টে মিয়ানমার সেনাদের নতুন করে নির্যাতন শুরু হওয়ার পর প্রতিদিন হাজার হাজার মুসলিম রোহিঙ্গা নাফ নদী পার হয়ে বা দুর্গম পাহাড়ি বনাঞ্চল পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে।

বাংলাদেশে আগে থেকেই ৪ লাখ নিবন্ধিত রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। যদিও স্থানীয়দের দাবি, প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি।

আর গত মাসে রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা শুরু হওয়ার পর থেকেই জোয়ারের মতো রোহিঙ্গা প্রবেশ করছে বাংলাদেশে। সব মিলে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

এছাড়া আসার অপেক্ষায় রয়েছে আরও হাজার হাজার রোহিঙ্গা। নতুন আসা এ রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

Share Button