• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ পূর্বাহ্ন

মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরানের আহ্বান

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা করার দায়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

মঙ্গলবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী এ আহ্বান জানান।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট অবসানের জন্য মুসলিম দেশগুলোকে মিয়ানমারের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপ বাড়াতে হবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে মুসলিম সরকারগুলোকে মিয়ানমার সরকারের অপরাধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলতে হবে।

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সংস্থা ও স্বঘোষিত মানবাধিকারপন্থীদের নীরবতার তীব্র সমালোচনা করেন খামেনী।

তিনি বলেন, মিয়ানমারের চলমান সংকটে যদিও ধর্মীয় রূপ থেকে থাকে তবে তাকে কোনোভাবেই বৌদ্ধ ও মুসলমানদের মধ্যকার ধর্মীয় দ্বন্দ্ব বলা যাবে না; বরং এটি হচ্ছে একটি রাজনৈতিক ইস্যু।

এর ব্যাখ্যায় তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর যারা এই বর্বর হত্যাকাণ্ড ও নির্যাতন চালাচ্ছে, তারা মিয়ানমার সরকারের শীর্ষে রয়েছেন।

এক্ষেত্রে অং সান সুচির নাম উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, সুচি একজন নিষ্ঠুর নারী, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।

রোহিঙ্গাদের ওপর সুচির সরকারের বর্বরতা চালানোর মধ্য দিয়ে নোবেল শান্তি পুরস্কারের মৃত্যু ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন।

আয়াতুল্লাহ খামেনী বলেন, রোহিঙ্গা ইস্যু ইসলামি সহযোগিতা সংস্থায় ( ওআইসি) আলোচনা হওয়া উচিত। এ ছাড়া ইরান সরকারকেও এই ইস্যুতে জোরালো অবস্থান নেয়ার পরামর্শ দেন তিনি।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ