সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার ভাঙ্গনে বিরবাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাষদেলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশত পরিবারের ঘরবাড়ী নদীতে গ্রাস করেছে । উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গত কয়েক দিনের ভাঙ্গনে উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নে বিরবাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খাষদেলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অর্ধশত ঘরবাড়ী যমুনা নদীতে বিলিন হয়েছে। বর্ষা মৌসুমে অনাকাঙ্কিত এ ভাঙ্গনে আতংক দেখা দিয়েছে নদীর পাড়ে অবস্থিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক- অভিভাবকসহ সর্বমহলে। বিরবাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন ,স্কুল বার বার নদীতে ভেঙ্গে যাওয়ায় শিক্ষা কার্যক্রম মারাত্বক ভাবে ব্যাহত হচ্ছে ফলে দিন দিন ঝরে পরা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে । একাধিক বার ভাঙ্গনের ফলে একই গ্রামে ৭/৮টি প্রাথমিক বিদ্যালয় হওয়ায় পর্যাপ্ত শিক্ষার্থী পাওয়া দূরুহ হয়ে পরেছে। খাষদেলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,আলতাব হোসেন বলেন যমুনা নদীতে স্কুল ভবন বাথরুম টিউবয়েল নদী গর্ভে চলে গেছে, সামনে সমাপনি পরীক্ষা। শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে নানা মুখি সমস্যায় পড়েছে। অতি শিগ্রই স্কুলগুলো স্থানান্তর করা জরুরী হয়ে পড়েছে। শিক্ষার্থী ও সচেতন মহলের দাবি,স্কুলগুলো দ্রত স্থায়ী জায়গায় স্থানান্তর করলে বাড়বে শিক্ষার মান,কমবে ভোগান্তি।