সাহারুল হক সাচ্চু॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি জমিতে একের পর এক নতুন ইট ভাটা নির্মান করা হচ্ছে। এসব ভাটা নির্মানে সরকারের কোন বিভাগে অনুমতি নেয়া হয়নি বলে জানা যায়। স্থানীয় কৃষি বিভাগের নতুন ইট ভাটা নির্মান বিষয়ে কোন কিছুই জানা নেই। উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভট্টমাঝুরিয়া ও সলংগা ইউনিয়নের বড় গোজা আবাদী মাঠে নতুন ইট ভাটা নির্মান হচ্ছে। বনপাড়া মহাসড়কের পাশেই বড় গোজা মাঠে প্রায় ২৬ বিঘা এলাকা নিয়ে নতুন ইট ভাটা নির্মান করা হচ্ছে। এ ভাটার মালিক নজরুল ইসলাম জানান, তার নিজস্ব বিঘা ছয়েক জমি আছে। বাকী জমি তিনি ভাড়া নিয়ে ভাটাটি নির্মান করছেন। তিনি এ ভাটা নির্মানে সরকারের বিভিন্ন বিভাগে অনুমতি নেয়া আছে জানালেও পরে অনুমতি নেই বলে জানান। এছাড়া অনুমতি নেয়ার দরকার নেই বলে তিনি মনে করেন। একই মহাসড়কে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভট্টমাঝুরিয়া আবাদী মাঠে প্রায় ১৫ বিঘা এলাকা নিয়ে ইট ভাটা নির্মান করা হচ্ছে। এ ভাটার মালিক সামছুল আলম তোতা জানান, তিনি ভাটাটি ব্যবসায়ীক সুবিধায় সেখানে নির্মান করছেন। সরকারের বিভিন্ন বিভাগে অনুমতি নেয়া দরকার রয়েছে জানিয়ে বলেন, সময় হলে অনুমতি নেবেন। এ ভাটার মালিকের একই ইউনিয়নের তেলকুপি এলাকায় আরো একটি ইট ভাটা রয়েছে যেটি গত প্রায় ৫ বছর হলো সরকারের কোন অনুমতি ছাড়াই চালাচ্ছেন। এদিকে কৃষি জমিতে ইট ভাটা নির্মান নিয়ে এলাকার কৃষকদের মাঝে বেশ ক্ষোভ দেখা দিয়েছে। অনেক কৃষক জানান, ভাটা মালিকেরা এতটাই প্রভাবশালী এ নিয়ে প্রতিবাদ তো দুরের কথা তাদের সঙ্গে কথা বলতেই ভয় করে। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার খিজির হোসেন প্রামানিক জানান, নতুন ইট ভাটা দুটি নির্মানে তার বিভাগে কেউ কোন আবেদন করেনি। সেখানে অনুমতির প্রশ্নই ওঠে না। তিনি জানান, তদন্ত করে পদক্ষেপ নেয়া হবে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার জানান, ভাটা দুটির বিষয়ে তদন্ত করে অবশ্যই আইনী ব্যবস্থা নেয়া হবে।

Share Button