জাতীয় সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 186 বার

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখে ও ফিরতি যাত্রায় সারা দেশে সড়কে প্রাণ গেছে ২৫৪ জনের।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
যাত্রীদের অধিকার নিয়ে কাজ করা এ সংগঠনটি বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছে।
সংগঠনটি তাদের প্রতিবেদনে জানায়, এবার ঈদে ঘরে ফেরা ও ফিরতি যাত্রায় ২১৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২৫৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৬৯৬ জন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, ঈদের আগে পরে ১৩ দিনের দুর্ঘটনার তথ্য নিয়ে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্ঘটনার তথ্য রয়েছে।
এছড়া প্রতিবেদনে বলা হয়, নৌপথে ১৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন। আর ট্রেনে কাটা পড়ে মারা গেছে ৪৩ জন।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের মাধ্যমে এ পরিসংখ্যান তৈরি করে সংগঠনটি।
Leave a Reply