মিয়ানমার সরকারের নির্দেশে রাখাইনে সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি থামিয়ে দিয়েছে পুলিশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ কর্মসূচি আহ্বান করেছিল।

বুধবার সকালে রাজধানীর নয়া পল্টন এলাকা থেকে বেশ বড় একটি মিছিল নিয়ে গুলশানের কূটনীতিকপাড়ার দিকে রওয়ানা দেন দলের নেতাকর্মীরা। মিছিলটি শান্তিনগর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়।

সেখানে মিছিল শেষ করে দলের পাঁচজন নেতার সমন্বয়ে একটি কমিটি স্মারকলিপি নিয়ে মিয়ানমার দূতাবাসের উদ্দেশে রওয়ানা হন।

গত শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দেন। একই সঙ্গে আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে দলটি।

Share Button