আন্তর্জাতিক | তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 249 বার

নিজের আট দিন বয়সী শিশুসন্তানকে দানব সৃষ্টি করেছে দাবি করে তার মুখে ছুরিকাঘাত করেছেন এক মা।
যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ার সুইসভিলে শহরের মেলরোজ স্ট্রিটের ৭৫০০ ব্লকের একটি অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় গত ৮ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।
আহত নবজাতকটিকে স্থানীয় শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি।
পুত্রকে দানবসন্তান বলে ছুরিকাঘাত করেন ৩২ বছর বয়সী মা তানিশিয়া ফিল্ডার। গত শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তানিশিয়া পুলিশকে বলেছেন, ইশ্বর তাকে বলেছেন তার পুত্র দানবের সৃষ্টি, তাই তাকে হত্যা করে ভাগাড়ে ফেলে দিতে বলেছেন।
এরপর তিনি রান্নাঘরের একটি ছুরি দিয়ে ছেলের চোখের নিচে উপর্যুপরি আঘাত করেন। পরে ছুরিটি অ্যাপার্টমেন্টের পেছনের একটি ময়লার ঝুড়িতে ফেলে দেন। তার স্বীকারোক্তি অনুযায়ী সেখান থেকে ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় কেডিকেএ চ্যানেলের খবরে বলা হয়েছে, আক্রান্ত শিশুটির বাবা পুলিশকে বলেছেন ঘটনার দিন সকালে তিনি ও তানিশিয়া ঝগড়া করেছিলেন।
তানিশিয়ার বিরুদ্ধে গুরুতর হামলা এবং শিশুকল্যাণ বিপদগ্রস্ত করার অভিযোগ এনেছে পুলিশ। তাকে অ্যালেগেনি কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply