আন্তর্জাতিক | তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 212 বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প আগামী নভেম্বরে প্রথম আনুষ্ঠানিক এশিয়া সফরে আসছেন।
এই সময়ে তিনি চীন সফর করবেন বলেও একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আগামী নভেম্বরে ফিলিপাইনে যুক্তরাষ্ট্র-আসিয়ান এবং পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেবেন।
এরপর তিনি ভিয়েতনামে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনে অংশ নেবেন।
এদিকে জাপানের সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ এনএইচকে অজ্ঞাতনামা কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছেন, ট্রাম্প তার এশিয়া সফরের সময় জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের কথা বিবেচনা করছেন।
মঙ্গলবার জাপানি দৈনিক ইয়োমিউরি শিমবুন জানিয়েছে, চলমান জাতিসংঘ সাধারণ অধিবেশনকালে নিউইয়র্কে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
সম্প্রতি উত্তর কোরিয়া পারমাণবিক বোমা ও আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবএম) পরীক্ষা চালালে কোরীয় উপদ্বীপকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। এই পরিস্থিতিকে সামনে রেখে ট্রাম্পের এশিয়া সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে বস্ত্র রফতানি নিষিদ্ধ ও জ্বালানি তেল সরবরাহ বন্ধের লক্ষ্যে সর্বসম্মতভাবে ভোট অনুষ্ঠিত হয়।
Leave a Reply