শেয়ারবাজারে লেনদেন বাড়ছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২০৩ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ৫১ কোটি টাকা বেশি। এছাড়াও সাম্প্রতিক সময়ে বাজারে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ বেড়েছে। তবে মঙ্গলবারও ডিএসইতে কিছুটা মূল্যসংশোধন হয়েছে। বাজারের এ অবস্থানকে ইতিবাচক বললেন সংশ্লিষ্টরা। জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমান যুগান্তরকে বলেন, ইতিবাচক হচ্ছে বাজার। বিনিয়োগকারীরাও ভালো কোম্পানির শেয়ার কিনছে। পাশাপাশি বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানি বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিতে শুরু করেছে। এর মানে হল বাজার স্থিতিশীল হবে। তিনি বলেন, বাজার শক্তিশালী করতে হলে ভালো কোম্পানি নিয়ে আসতে হবে। এর বিকল্প নেই। বাজার বিশ্লেষণে দেখা গেছে- ডিএসইতে মঙ্গলবার ৩৩২টি কোম্পানির ৩৬ কোটি ৬৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ১ হাজার ২০৩ কোটি ৪৭ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৫৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৮১ পয়েন্ট কমে ৬ হাজার ১৪৯ দশমিক ৪১ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৮ দশমিক ০৬ পয়েন্ট কমে ২ হাজর ২শ’ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরীয়াহ সূচক ৬ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৫ দশমিক ৬৫ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৪ লাখ ১০ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শীর্ষ দশ কোম্পানি : ডিএসইতে মঙ্গলবার যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল- লংকা বাংলা ফাইন্যান্স, মবিল যমুনা, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা এবং লাফার্জ সুরমা সিমেন্ট। মঙ্গলবার ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল- ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং, কোহিনুর কেমিক্যাল, ইন্টারন্যাশনাল লিজিং, বিবিএস ক্যাবলস, বিডি ফাইন্যান্স এবং ইস্টার্ন ব্যাংক।