জর্জিয়াকে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
মঙ্গলবার জর্জিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এফবিসিসিআই নেতাদের সঙ্গে দেখা করতে গেলে এ আহ্বান জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জর্জিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী ডেভিড জালাগানিয়া জর্জিয়া। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে জর্জিয়ার রাষ্ট্রদূত আর্চিল জুলিয়াস ভিলি, জর্জিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় দেশগুলোর বিভাগীয় প্রধান মিসনানা গ্যাপরিনডাস ভিলি এবং বাংলাদেশে জর্জিয়ার অনারারিকন সালজনাব রিয়াদ মাহমুদ।
সভায় এফবিসিসিআই সভাপতি সরকারের উদার ও আকর্ষণীয় বিনিয়োগনীতির প্রসঙ্গ তুলে ‘ট্যাক্স হলিডে’ এবং বিভিন্ন দেশে রফতানির ক্ষেত্রে ‘কোটামুক্ত সুবিধা’ গ্রহণ করে জর্জীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। সভায় আলোচনা শেষে এফবিসিসিআই এবং জর্জিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় এফবিসিসিআই এবং জর্জিয়া চেম্বার তথ্য বিনিময় এবং কারিগরি, অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে কাজ করবে।