চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলার, বেলতলা জামে মসজিদ সংলগ্নে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মাদক , সন্ত্রাসী,বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী জনসচেতনতা মুলক আলোচনা সভা অনিষ্ঠিত হয়,। সোমবার বিকালে বিশিষ্ট সমাজ সেবক, মোঃ সেরাজুল ইসলাম মারোয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলন, অতিরিক্ত পুলিশসুপার, মোহাম্মদ মাহবুব আলম খান,বিশেষ অতিথি ছিলেন,নবাবগঞ্জ সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওয়ারেছ আলী মিয়া,সদর মডেল থানার অফিসার ইনচার্জ,সাবের রেজা চৌধুরী, এস.আই (সিপিও) রেঞ্জ ডিআইজি,কার্যালয়, রাজশাহীর, মোঃ আইনাল হক, সদর মডেল থানার এস.আই, মোঃ মাকসুদুর রহমান।অন্যদের মধ্য উপস্থিত ছিলেন মোঃ মানিক রায়হান সহ স্থানীয় জনগন ও গণমাধ্যম ব্যাক্তিবর্গ ।আলোচনা সভায় প্রধান অতিথি এলাকাবাসীর সাথে মুক্ত আলোচনার মাধ্যমে মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরী করেন।পাশা-পাশি এলাকা বাসীকে নিরভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতার আহবান জানান। তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তার বক্তে বলেছিলেন, তোমরা তোমাদের যা যা আছে তা নিয়ে শুত্রুর মোকাবেলা কর।তার বক্তব্যের উপর ভিত্তি করে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জনগণের তুলনায় প্রশাসন অনেক কম হওয়ায় জনগণ কে সহোযোগীতার হাত বাড়াতে হবে।বর্তমানে চাঁপাই নবাবগঞ্জ জেলার, জেলা প্রশাসক,পুলিশসুপার,র্যাব, বি জি বি সহ সকল প্রশাসন জঙ্গী ও মাদকের বিরোধিতা করে আসছে সে ক্ষেত্রে আপনারা প্রশাসন থেকে পুর্নসহযোগিতা পাবেন।সভায় পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় জনগন সভায় উপস্থিত হয়ে সহযোগিতার কথা ব্যাক্ত করেন।