পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তুরস্ক তাদের দেশে বেশ কিছু রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দেবে। খুব শিগগিরই রোহিঙ্গাদের তাদের দেশে নেয়ার ব্যবস্থা করবে। এ ছাড়া সউদী আরব, কুয়েত এবং ইরানসহ মুসলিম বিশ্বের অন্যান্য দেশেও রোহিঙ্গাদের আশ্রয়ের বিষয়ে আলোচনা হচ্ছে। গতকাল দৈনিক ইনকিলাবের সাথে একান্তে আলাপের সময় তিনি এ কথা বলেন। রোহিঙ্গা প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, রোহিঙ্গারা ঐতিহাসিকভাবে মিয়ানমারের নাগরিক। বর্তমানে মিয়ানমান সরকার জাতিগতভাবে তাদের নিধন করার জন্য নিপীড়ন নির্যাতন করছে বলে জাতিসংঘসহ সারা বিশ্ব এর নিন্দা জানাচ্ছে। মিয়ানমারের নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব আজ সোচ্চার। বাংলাদেশ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন রোহিঙ্গাদের পাশে আমরা থাকব। আর মিয়ানমারকেও রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। আমরা ক’টনৈতিকভাবেও সে তৎপরতা চালিয়ে যাব।

Share Button