জাতীয় সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 201 বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন পুলিশ কর্মকর্তাদের শুভ কামনা জানিয়ে বলেছেন, দেশ মাতৃকাকে ভালবেসে অর্পিত দায়িত্ব পালন করবে। আমাদের পুলিশ বাহিনীকে জনগণের সেবক হিসাবে দেখতে চাই। পুলিশ বাহিনীকে সবসময় আইনের রক্ষকের ভূমিকায় দেখতে চাই। দেশের প্রচলিত আইন, সততা আর নৈতিক মূল্যবোধই হবে পেশাগত দায়িত্ব পালনের পথপ্রদর্শক।
তিনি আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর চত্বরে বিসিএস ৩৪ তম ব্যাচের সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে এ কথা বলেন। এ ব্যাচে ১৪১ কর্মকর্তা পুলিশ অফিসার হিসেবে কর্মজীবনে প্রবেশ করছেন। এর মধ্যে ২৬ জন নারী রয়েছেন।
Leave a Reply