আফগানিস্তানে বিমান থেকে পবিত্র কুরআনের অবমাননাকর লিফলেট ফেলায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করেছে দেশটির জনগণ। রাজধানী কাবুলের বাগরাম বিমানঘাঁটির কাছে কারাবাগ এলাকায় এ বিক্ষোভ হয়। আফগান তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহিত করে তুলতে মার্কিন সেনারা লিফলেট ছাপিয়ে বিমান থেকে তা সাধারণ মানুষের জন্য বিতরণ করে। এ লিফলেটে তালেবানকে কুকুরের সঙ্গে তুলনা করে ছবি আঁকা হয়েছে এবং সেই কুকুরের হাতে ধরা পতাকায় কুরআনের কিছু আয়াত লেখা রয়েছে। লিফলেট দেখে আফগান মুসলমানেরা প্রতিবাদে নেমেছেন এবং তারা মার্কিন-বিরোধী সেøাগান দেন। রয়টার্স।

Share Button