খেলাধুলা | তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 236 বার

দৈনিক ইনকিলাবের সাবেক ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সদস্য জাহাঙ্গীর আলম আর নেই। গতকাল সকাল ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে যান। প্রায় একবছর আগে গল বøাডার অপারেশনের সময় জাহাঙ্গীরের শরীরে ক্যান্সারের জীবানু ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো যায়নি। মৃত্যুর আগে জাহাঙ্গীর আলম ঢাকা ব্যাংকে কর্মরত ছিলেন। ব্যাংকিং পেশায় যোগ দেবার আগে তিনি দৈনিক বাংলার বাণী ও দৈনিক ইনকিলাব পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। কাল বাদ মাগবির দক্ষিণ মুগদা মাদ্রাসা মসজিদে নামাজে জানাজা শেষে তার মরদেহ মুগদা কবরস্থানে দাফন করা হয়। মরহুম জাহাঙ্গীর আলমের তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন। তারা জাহাঙ্গীরের বিদেহী আত্মার শান্তি কামনা করছে।
Leave a Reply