ফিচার | তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 503 বার

** উত্তম আকাশ পরিচালিত ‘কেউ কথা রাখেনি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার পরিচিত মুখ রাহা তানহা খান। চলতি সপ্তাহে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এ মডেল।
** ৯ আগস্ট থেকে শুরু হয়েছে ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিং। এটি পরিচালনা করেছেন আলমগীর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেন, বাংলাদেশের আরেফিন শুভ। পরিচালক জানিয়েছেন প্রথম ধাপে টানা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই শুটিং চলবে। দ্বিতীয় ধাপের শুটিং হবে ১০ অক্টোবর থেকে।
** টিভি পর্দার তিন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, হাসান মাসুদ ও সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করবেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। সম্প্রতি এশিয়ান টিভিতে প্রচারিত শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘কমনসেন্স’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন হাসান মাসুদ ও সিদ্দিকুর রহমান। এ অনুষ্ঠানেই হাসান জাহাঙ্গীরকে নিয়ে অশালীন কথা বলা ও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় এ সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীর। পাশাপাশি নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ড ও শিল্পীদের সংগঠন আর্টিস্ট ইক্যুইটিতে লিখিত অভিযোগ দিয়েছেন হাসান জাহাঙ্গীর।
** তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ার ইতি টানছেন ঢাকাই ছবির জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।
** জটিলতা কাটিয়ে ৭ সেপ্টেম্বর থেকে লন্ডনে শুরু হয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’-এর শুটিং। এতে অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান ও কলকাতার শুভশ্রী। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন ও জয়দ্বিপ মুখার্জি।
** ওমানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গতকাল ঢাকা ছেড়েছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, আইরিন, বিপাশা কবির, ডন, কুদ্দুস বয়াতি, আসিফ আকবর, পড়শি ও প্রীতম হাসান।
** ২৭ অক্টোবর বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ডুব।
তারা ঝিলমিল প্রতিবেদক
Leave a Reply