বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। ভারতের মুম্বাই নগরীতে জন্ম হলেও শৈশবের বেশিরভাগ সময় কেটেছে গোয়া শহরে। গ্রিক মিথোলজি থেকে নাম দেয়া হয়েছে তার। যার অর্থ ট্রুয়ের হেলেন। বাবা রোনাল্ডো ডি ক্রুজ এবং মা সামিরা ডি ক্রুজ। ২০০৬ সালে তেলেগু চলচ্চিত্র ‘দেবাদাসু’-এ অভিনয়ের জন্য তিনি একই বছর সেরা নবাগত নারী বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেন। এরপর তিনি অভিনয় করেন পোকিরি, কিক এবং জুলায়ি ছবিতে। পরিচয়পর্ব শেষ। এবার আসা যাক চূড়ান্ত গল্পে। এবারের ঈদে বলিউডপাড়া মাতিয়েছেন এ তারকা। তবে একা নন, অজয় দেবগনের কাঁধে ভর করেই তার বলিউড মাতানো। ছবিটি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই বক্স অফিসে ভালো কালেকশন করে মিলন লুথারিয়া পরিচালিত মাল্টিস্টারার ছবি ‘বাদশাহো’। সাত দিনে ছবিটি ৪৩ কোটিরও বেশি কালেকশন হয়েছে। ১ সেপ্টেম্বর ৩২৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এতে আরও অভিনয় করেছেন ইমরান হাসমি, বিদ্যুৎ জামওয়াল, এষা গুপ্তা । ১৯৭৫ সালে দেশের জরুরি অবস্থার প্রেক্ষাপটে তৈরি ‘বাদশাহো’তে মহারানী গীতাঞ্জলী দেবীর (ইলিয়ানা ডি’ক্রুজ) কাছ থেকে কয়েকজন দুষ্কৃতিকারীর সোনা লুঠ করার ঘটনা নিয়ে ছবির গল্প। প্রথম দিনই এই ছবি ১২ কোটি টাকা কালেকশন করে। দ্বিতীয় দিন সেই কালেকশন পৌঁছে যায় ১৫ কোটিতে। সপ্তাহের শেষেই এই কালেকশন ৪৩ কোটি ছাড়িয়ে যায়। তাই ‘বাদশাহো’ হচ্ছে গত সপ্তাহে বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী ছবি। এতে ইলিয়ানা ডিক্রুজকে একেবারেই অন্যরকম লুকে দেখা গেছে। এর আগে বলিউডের লাস্যময়ী নায়িকাকে এরকম লুকে কখনও দেখা যায়নি। শেষবার অক্ষয় কুমারের রুস্তম ছবিতে দেখা গিয়েছিল ইলিয়ানাকে। সেই ছবিতে তার রয়্যাল লুক ছিল। এই ছবিতে একেবারেই ভিন্ন লুক দেখিয়ে দর্শক মাত করলেন এ তারকা।

Share Button