ফিচার | তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 517 বার

রোজার ঈদের তুলনায় সংখ্যায় কম হলেও কোরবানি ঈদ উপলক্ষে নতুন গানে মেতেছে অডিও ইন্ডাস্ট্রি। দেশের উল্লেখযোগ্য অডিও প্রতিষ্ঠানগুলো এবার একটু বেশি নজর দিয়েছে সিঙ্গেল ট্র্যাক গানের প্রতি। পাশাপাশি রয়েছে মিউজিক ভিডিও। সিডি চয়েসের এবারের আকর্ষণ ছিল তাহসানের সপ্তম একক অ্যালবাম ‘অভিমান আমার’। এছাড়া একক গানেও ছিল চমক। এরমধ্যে মিনার রহমান, কাজী শুভ, ন্যান্সী, কনা, স্বরলিপি, শাওন গানওয়ালাসহ বেশ কয়েকজনের গান শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। সিএমভির ব্যানার থেকে প্রকাশিত গানের মধ্যে শ্রোতাদের কাছে ভালো লেগেছে পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, কোনাল, প্রীতম হাসান, বেলাল খান, রিংকুসহ অনেকের গান। গানচিল মিউজিক ব্যানারে আলোচনায় ছিল আসিফ আকবরের গান ‘সাদা আর লাল’। এছাড়া এ ব্যানার থেকে মিনার রহমান, শোয়েব, শাওন গানওয়ালা, অবন্তী সিঁথি, নন্দিতাসহ আরও কয়েকজনের গান শুনেছেন শ্রোতারা। ঈদ উপলক্ষে কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে লেজার ভিশন। এর মধ্যে রয়েছে কাজী শুভ, ঐশী, লোপা হোসাইন, শাহরীদ বেলাল, ফারাবির গানগুলোর প্রতি শ্রোতাদের আকর্ষণ ছিল। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এবারের ঈদেও হরেক রকমের গান প্রকাশ করেছে। এর মধ্যে আসিফ আকবর, শুভমিতা, ন্যান্সি, সালমা, ঐশী, এফএ সুমনের গানগুলো শ্রোতাদের নজর কেড়েছে। সঙ্গীতা থেকে প্রকাশিত বিভিন্ন শিল্পীর গানও শ্রোতারা শুনেছেন। এরমধ্যে রয়েছে ইমরান, শুভমিতা, মিনার রহমান, কাজী শুভ, পূজার গান। সব মিলিয়ে শতাধিক গান ও মিউজিক ভিডিও প্রকাশ পেলেও আলোচনায় ছিল কিছু গান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সঙ্গীত তারকা আসিফ অকবরের গান ও মিউজিক ভিডিও ‘কি করে তোকে বোঝাই’। গানটি লিখেছেন মেহেদি হাসান লিমন। এ গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কর্নিয়া। অন্যান্য গানের তুলনায় বেশ এগিয়ে আছে ঈদ উপলক্ষে প্রকাশিত এ গানটি। প্রকাশের পরে আলোচনায় ছিল ধ্রুব গুহের সিঙ্গেল ট্র্যাক ‘একলা পাখি’। তবে গানটির ভিডিওর চেয়ে অডিওর জন্য প্রশংসিত হয়েছে বেশি। ভিডিও ছিল দৃষ্টিনন্দন। এতে গান, গল্প ও লোকেশন মিলিয়ে অন্য এক আসিফকে দেখা গেছে। ভিডিওটিতে আসিফের বিপরীতে আছেন ভিট-চ্যানেল আই টপ মডেল সুমাইয়া আনজুম মিথিলা। সঙ্গে আছেন ‘একলা পাখি’র গায়ক ধ্রুব গুহ। ভিডিওটি নির্দেশনা দিয়েছেন শুভব্রত সরকার। গানটি লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। সঙ্গীত পরিচালনা করেছেন তরিক। এদিকে ঈদুল আজহায় বেশ সরব ছিলেন আসিফ। তার নিজস্ব গানের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ হয়েছে। এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘অন্যের গানের মিউজিক ভিডিওতে অভিনয় করার কোনো পরিকল্পনা ছিল না। নিজের গানের ভিডিওতে কাজ করেছি। কিন্তু ধ্রুব গুহের গানটি হঠাৎ করেই ভালো লেগে যায়। তাই অভিনয়ও করে ফেলি। এভাবেই হুট করে কাজ করি আমি। আর ঈদে চেষ্টা করেছি নিজের গানগুলো শ্রুতিমধুর করার জন্য। শ্রোতা-দর্শকরাও পছন্দ করছেন।’
এছাড়া কাজী শুভর ‘কি জাদু’ শিরোনামের মিউজিক ভিডিওসহ তার কণ্ঠে প্রকাশিত কয়েকটি গান ছিল আলোচনায়। এর মধ্যে একটি ছিল ফোক ঘরনার। এদিকে মিনারের ‘দেয়ালে দেয়ালে’ শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশ পায় ২ অক্টোবর। ভিউয়ারসের দিক থেকে আলোচনায় রয়েছে এটিও। ঈদে ইলিয়াস-অরিনের ‘না বলা কথা ৪’-এর মিউজিক ভিডিও প্রকাশ পায়। প্রকাশের পর থেকে প্রায় ১৮ লাখ দর্শক এটি উপভোগ করে। কাজী শুভর সুরে এবং রাফির সঙ্গীতায়োজনে এটির কথা লিখেছেন জাহিদ আকবর। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় মডেল অন্তু করিম ও মৌ। বর্তমানে সঙ্গীতের বাজার হয়ে উঠেছে মিউজিক ভিডিওনির্ভর। ইউটিউব ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নিজেদের চ্যানেলে বের করছে নতুন নতুন মিউজিক ভিডিও। আর সেসব ভিডিওর ভিউয়ারস দেখেই যাচাই করা হচ্ছে গানের মান আর জনপ্রিয়তা। তবে এমন ধারা চলতে থাকলে অচিরেই সঙ্গীত শিল্প ধ্বংসের মুখে পড়বে বলে মন্তব্য করেন অনেক প্রবীণ শিল্পী। পাশাপাশি সত্যিকারের শিল্পীদের গান ও তাদের অবমূল্যায়ন করা হয় বলেও মনে করেন সঙ্গীতবোদ্ধারা। প্রতিবার শিল্পীসত্তাকে টিকিয়ে রাখতে এমন নানা ইতিবাচক কথা বললেও একই ধারায় চলছে দেশের সঙ্গীতাঙ্গন। দর্শকদের দোহাই দিয়ে একের পর এক প্রকাশিত হচ্ছে মানহীন গান আর ভিউয়ারস বেশি দেখিয়ে জনপ্রিয়তার তকমা জুড়ে দেয়া হচ্ছে সে শিল্পী ও তার গানে! এত প্রতারণার মাঝেও গানের সুসময় ফিরে দেখতে চান শ্রোতারা, শোনতে চান সুষ্ঠু ধারার গান।
Leave a Reply