মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধদের নির্যাতনে বাংলাদেশে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে কক্সবাজারে পৌঁছেছে সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ২৫ সদস্যের একটি কেন্দ্রীয় টিম।

তারা দুপুর ১২টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাদের অভ্যর্থনা জানান জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাংসদ হাজী মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, প্রভাবশালী সদস্য কবির আহামদ সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল ও নাজিম উদ্দীন।

এই টিমে রয়েছেন পার্টির মহাসচিব রুহুল আমিন  হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবুল, মেজর খালেদ, সাংসদ ইয়াহিয়া চৌধুরীসহ অন্যরা।

এরপরই বিমান থেকে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ২৫ সদস্যের টিমটি সড়কপথে উখিয়ার পথে রওনা দেয়।

তারা প্রথমে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে ত্রাণ বিতরণ  শেষে কুতুপালংয়ে এসে ত্রাণ বিতরণ করবেন বলে জানিয়েছেন জেলা সাধারণ সম্পাদক।

Share Button