মিয়ানমারে বর্বর হত্যা ও নির্যাতনের মুখে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে বাধা পেয়ে আর্থিক সহায়তা দিচ্ছে বিএনপি।
বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দিচ্ছে।
এছাড়া ওই এলাকায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে প্রতিনিধিদলটি।
বৃহস্পতিবার যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ২২ ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে ঢাকা থেকে বুধবার কক্সবাজারে পৌঁছায় বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। সেখানে যাওয়ার পরই প্রশাসনের বাধার মুখে পড়ে ত্রাণবাহী ট্রাকগুলো। কয়েক দফা চেষ্টা করেও প্রশাসনের অনুমতি না মেলায় ২২ ট্রাক ত্রাণ রোহিঙ্গা শরণার্থীদের হাতে পৌঁছানো যায়নি।
এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ত্রাণ ট্রাক থেকে নামিয়ে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে রাখা হয়। পাশাপাশি শরণার্থীদের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে বাধা দেয়ার ঘটনায় বুধবার বিকালে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।