চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
পারিবারিক কলহের জের ধরে শিবগঞ্জের বিনোদপুরে হিন্দু সম্প্রদায়ের  বাসনারানী (২৭) নামে  এক গৃহবধুকে শ্বাসরুদ্ধ করে  খুন করা হয়েছে বলে অভিযো উঠেছে।এলাকাবাসী ও সংশ্লিষ্ট ইউপি সদস্য ইদুল আলি জানান পারিবারিক কলহের জের ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নাধীন লছমনপুর হিন্দু পাড়া গ্রামের সঞ্চয় সিংহ তার স্ত্রী বাসনারানীকে (২৭) কে বুধবার রাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায়ওড়না পেঁচিয়ে  নিজ ঘরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। রাত ৪ টার দিকে সঞ্জয় কুমার তার স্ত্রীর লাশ ফাঁসি থেকে নামিয়ে আত্মহত্যা বলে নিজেকে বাঁচার চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বাসনা রানীর স্বামী সঞ্জয় সিংহ আটকে রাখে এবং সকাল ১১ টার দিকে  পুলিশকে সংবাদ দেয়।এ ব্যাপারে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুজ্জামান জানান বাসনারানীর গলায় আঙ্গুলের দাগ থাকায় ধারণা করা হ”্ছ যে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তিনি আরো জানান স্ত্রী হত্যার দায়ে সঞ্জয় সিংহকে আটক করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব জানান, সংবাদ পেয়ে এস আই কামরুজ্জামানের নেতত্বে একদল পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে ময়না তদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share Button