সারাদেশ | তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 217 বার

হাসানুজ্জামান দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি॥
কুমিল্লার দাউদকান্দির পৌর সদরে ৭ কি. মি অবৈধ গ্যাসলাইন স্থাপন করে ৭ শতাধিক সংযোগ চলমান ৩ বছর, ফলে সরকার ডিমান্ড চার্জ ও মাসিক বিল বাবদ রাজস্ব হারিয়েছে কোটি টাকার উপরে। দাউদকান্দি পৌর সভাধীন পূর্ব হাসানপুর , উত্তর হাসানপুর, পশ্চিম হাসানপুর, নুরপুর, দৌলতপুর গ্রামে গত ৩ বছর যাবৎ এ অবৈধ গ্যাস সংযোগগুলো চলমান রয়েছে। বাখরাবাদ গ্যাস সিষ্টেমস লিঃ এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কারীদল অন্যান্য স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও দাউদকান্দি সদরের এ গ্যাস লাইন গুলোতে রহস্য জনক কারনে বিচ্ছিন্ন করছেন না। জানা যায়, স্থানীয় সুন্দলপুর ইউনিয়নের মোহাম্মদপুরের শিকদার বাড়ি জামে মসজিদের পশ্চিম পাশ্বে রমজানের বাড়ি হতে পূর্ব হাসানপুর, উত্তর হাসানপুর, নুরপুর ও দৌলতপুরে ২টি লাইন প্রবেশ করেছে। আবার হাসানপুর সরকারী কলেজের উত্তর-পশ্চিম সীমানা ওয়ালের কর্নার হতে উত্তর হাসানপুর ও পূর্ব হাসানপুরের দক্ষিন পাড়ায় ২টি লাইন প্রবেশ করেছে। একই ভাবে বাড়াগাও গ্রামের পূর্ব সীমানার নাছরিন কাউন্সিলরের বাড়ির উত্তর সীমানা থেকে পশ্চিম হাসানপুরে আরেকটি লাইন প্রবেশ করানো হয়েছে। এ অবৈধ সংযোগ গুলো প্রদান কারির একজন হচ্ছে ওলিউল্লা তার সাথে রয়েছেন অনেকে।
জানা যায়, ওলিউল্লা গংরা প্রতিটি সংযোগে গ্রাহকের কাছ থেকে ৭০হাজার থেকে ১লক্ষাধিক টাকা নিচ্ছেন। এভাবে সরল গ্রাহকদের ঠকিয়ে কোটি টাকার মালিক বনে যাচ্ছেন। এ বিষয়ে উক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। আজ সোমবার এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস সিষ্টেমস লিঃ এর উপএবিকা গৌরীপুর শাখার ইনচার্জ মোঃ ছগির আহম্মেদ মুঠোফোনে জানান, আমরা খুব শিঘ্রই অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। বাখরাবাদ গ্যাস সিষ্টেমস লিঃ এর ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম বলেন, আমি সংযোগ বিচ্ছিন্ন কারী দল ও এর উপএবিকা গৌরীপুর শাখার ইনচার্জকে বলবো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য।
Leave a Reply