সারাদেশ | তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 253 বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সন্ধ্যা কমিউনিটি সেন্টারে, সদর থানা ও পৌর বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( সদর থানা ও পৌর বিএনপির) আয়োজনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি মোঃ হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া , জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শামসুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, সদর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আ.ক.ম সাহেদুল ইসলাম (পলাশ), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারেক, জেলা ছাত্রদলের সিঃ যুগ্ন আহবায়ক মোঃ ফারুক হোসেন ও বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর কবির সহ বিভিন্নস্তরের বিএনপির নেতৃিবৃন্দ। সভায় বক্তব্য চলাকালীন সময়ে সদর থানা ওপৌর বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সম্মেলন কেন্দ্রে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আতিক হাসান মুক্তা সহ ৪ জন আহত হয়েছে। এসময় দুটি ককটেল নিক্ষেপ করা হয়। কিন্তু ককটেল দুটি বিষ্ফোরিত না হওয়ায় পরে পুলিশ তা উদ্ধার করে। সংঘর্ষ চলাকালে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্মেলন স্থলে উপস্থিত ছিলেন। এবং তিনি তার বক্তব্যে বলেন বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গুম,খুন,হত্যা ও নির্যাতনের উনয়ন করেছে। সারা দেশে বিএনপি দলীয় নেতাকর্মীদের উপর মামলা হামলা করে তারা ক্ষমতার টিকে আছে। বিএনপিকে কোনঠাসা করতে সরকার একের পর এক পায়তারা করছে। সারা দেশে আওয়ামী লীগের দুর্নীতি সন্ত্রাস ঢাকতে তারা নতুন ইস্যু সৃষ্টি করছে। সম্প্রতি তারা রোহিঙ্গা শরনার্থীদের জন্য বিএনপির নিয়ে যাওয়া ২২টি ট্রাকে অবরোধ করেছে। এরই মাধ্যমে তারা প্রমাণ করেছে বিএনপিকে দেখে তারা কতটা ভয় পায়। জেলা যুবদলের সভাপতি মোঃ ওবায়েদ পাঠান জানান, জেলা বিএনপির একাংশ সভাস্থলের সামনে বেলা ১১টার দিকে জেলা বিএনপি’র ব্যানারে জেলা সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু’র নেতৃত্বে সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সম্মেলন স্থলে প্রবেশ করতে চাইলে বিএনপির একাংশ তাদের ধাওয়া করে। এসময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সংঘর্ষে মিছিলকারীদের ৪ সদস্য আহত হয়েছে বলে দাবী করেছেন জেলা যুবদলের সভাপতি ওবাইয়েদ পাঠান।
Leave a Reply